সিলেট-সুনামগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযান : ১ কোটি ২১ লক্ষাধিক টাকার চোরাচালানী পণ্য জব্দ

Uncategorized অপরাধ আইন ও আদালত বিশেষ প্রতিবেদন সারাদেশ সিলেট

নিজস্ব প্রতিনিধি (সিলেট)  : সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ০১ কোটি ২১ লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি।


বিজ্ঞাপন

বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবি’র সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার  ২১ নভেম্বর এবং আজ শুক্রবার  ২২ নভেম্বর, দায়িত্বপূর্ণ সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তর্বতী বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়ী, শীতের কম্বল, চিনি, শুটকি, চকলেট, বিস্কুট, সনপাপড়ি, গরুর মাংস, সাবান, মদ, বাংলাদেশী রসুন, শিংমাছ, মাহিন্দ্রা ট্রাক্টর এবং অবধৈভাবে পাথর উত্তোলনকারী নৌকাসহ বিবিধ ভারতীয় পণ্য জব্দ করেছে।

জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য-১,২১,৬৩,৭৭০ (এক কোটি একুশ লক্ষ তেষট্টি হাজার সাতশত সত্তর) টাকা। জব্দকৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিজ্ঞাপন

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের অধনিায়ক লে. কর্ণেল মোঃ হাফিজুর রহমান বলনে, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়ছে। এরই ধারাবাহিকতায় সীমান্তর্বতী বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত অভিযান পরচিালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করা হচ্ছে।


বিজ্ঞাপন
👁️ 1 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *