না ফেরার দেশে চলে গেলেন প্রবীণ  ফটো সাংবাদিক নজরুল ইসলাম  : শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরশায়িত হলেন 

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী সংগঠন সংবাদ

নিজস্ব প্রতিবেদক  :  জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর সক্রিয় সদস্য প্রবীন ফটো সাংবাদিক নজরুল ইসলাম (৭৬) আজ বৃহস্পতিবার ভোর আনুমানিক ৬ টার সময় রাজধানীর মিরপুর রূপনগরের নিজ ফ্ল্যাটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


বিজ্ঞাপন

বাদ জোহর মিরপুর রূপনগর আবাসিক এলাকার বায়তুল জান্নাত জামে মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবি কবরস্থানে তাকে দাফন করা হয়।


বিজ্ঞাপন

গত শনিবার জাতীয় প্রেসক্লাবের অতিরিক্ত সাধারণ সভায় এসেছিলেন। অনেক কথা হলো। সোমবার আবার আসবেন বলেছিলেন। আসেননি, হয়তো শরীর ভালো ছিলো না! দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। এরপরও সদা হাসিখুশি থাকতেন। দেখলেই ‘আরে ভাইয়া’ বলে ডাকতেন। আমিও তাকে ভাইয়া বলতাম। জিজ্ঞেস করতেন, ‘খেয়েছেন? নামাজ পড়েছেন?’ নজরুল ভাইয়ের সঙ্গে আর দেখা হবে না! কুশল বিনিময় হবে না!

তিনি অত্যন্ত বিনয়ী ও ভদ্রলোক ছিলেন। ছোটদেরকেও আপনি বলে সম্বোধন করতেন। আল্লাহপাক তাকে বেহেশত নসিব করুন (আমিন)

অনেক বর্ণাঢ্য কর্মজীবন ছিলো তার। দৈনিক খবর এর প্রধান আলোকচিত্রী ছিলেন। ছুটির ঘন্টা, অশিক্ষিত, মায়ের আঁচল, লাল কাজল, মাটির ঘর‘সহ অসংখ্য চলচ্চিত্রে স্থির চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *