ঝিনাইদহ প্রতিনিধি : আজ শনিবার ৩০ নভেম্বর, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ মাটিলা, খোসালপুর, পলিয়ানপুর, বাঘাডাংগা, শ্যামকুড় ও লড়াইঘাট বিওপির আভিযানিকদল মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় বেশ কয়েকটি স্থানে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানসমূহের মাধ্যমে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে সর্বমোট ৪৭ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি। আটককৃত ব্যক্তিদের মধ্যে ১২ জন নারী, ১৯ জন পুরুষ এবং ১৬ জন শিশু রয়েছে। আটককৃতদের মধ্যে একাধিক ব্যক্তি এর আগেও বিজিবির টহলদলের নিকট আটক হয়েছিলেন।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট থেকে অদ্য ৩০ নভেম্বর পর্যন্ত মহেশপুর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ৮৮৫ জন বাংলাদেশী নাগরিক, ২৮ জন ভারতীয় নাগরিক ও ২০ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বিজিবি। এদের মধ্যে বাংলাদেশের সাবেক মন্ত্রী, আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতা, জেল পলাতক আসামী, আনসার বিদ্রোহের সক্রিয় সদস্য, একাধিক মামলার আসামী ও ভারতীয় পুলিশ সদস্য রয়েছে।