নিজস্ব প্রতিনিধি (সিলেট) : সিলেটের সংরক্ষিত জলাভুমি টাঙ্গুয়ার হাওরে জলমহালে মাছ চুরি করতে গিয়ে পেশাদার ৬ মাছ চোরকে আটকের পর জেল হাজতে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জ জেলা কারাগারে প্রেরণকৃতরা হল, তাহিরপুরের উওর শ্রীপুর খালা শ্রীপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে বদিউজ্জামান, একই গ্রামের রাশেদ আলীর ছেলে সিরাজ আলী, শামসুল হুদার ছেলে ফরহাদ, আলী উসমানের ছেলে কামরুজ্জামান, গোলাম রব্বানীর ছেলে হাবিবুর রহমান, ফজর রহমানের ছেলে বাদশা।
রবিবার সুনামগঞ্জের তাহিরপুর সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ তথ্য নিশ্চিত করেন।
এর পুর্বে শনিবার টাঙ্গুয়ার হাওর নিরাপক্তায় নিয়োজিত গোলাবাড়ি-রামসিংহপুর আনসার ভিডিপি সদস্যদের যৌথ অভিযানে ওই ৬ মাছ চোরকে আটক ও ব্যবহার নিষিদ্ধ ৩ হাজার ঘনফুট কোনাজাল দায়িত্বপ্রাপ্ত অফিসারের মাধ্যমে জব্দের পর আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
তাহিরপুর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামস শাদাত মাহমুদ উল্লাহ জানান,টাঙ্গুয়ার হাওরের একাধিক জলমহালে সংঘবদ্ধ হয়ে চুরি করে কোনাজাল দিয়ে মাছ চুরির সময় আনসার ভিডিপির টহলদল শনিবার ৬ পেশাদার মাছ চোরকে আটক করেন।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে দায় স্বীকার করলে ৬ জনকে ১৫ দিনের সাজা প্রদান করে থানা পুলিশের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।