মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে পুলিশের গাড়ি থেকে সিনেমা স্টাইলে ছিনিয়ে নেওয়া আসামি বিল্লাল শেখকে গ্রেপ্তার করেছে নড়াইল পুলিশ। শুক্রবার ভোর রাতে গাজীপুর নগরের গাছা থানার কুনিয়া তারাগাছা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কৃত আসামি বিল্লাল শেখ (৫০),নড়াইল সদর উপজেলার সিংঙ্গাশোলপুর ইউনিয়নের গোবরা গ্রামের নফেল শেখ এর ছেলে। গত (২৩ নভেম্বর) নড়াইল সদর উপজেলার গোবরা এলাকা থেকে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি বিল্লাল শেখকে সিনেমা স্টাইলে ছিনিয়ে নিয়ে যায় তার স্বজনসহ তার সন্ত্রাসী বাহীনি। পুলিশ সূত্রে জানা যায়,(২৩ নভেম্বর) নড়াইল সদর উপজেলার গোবরা বাসস্ট্যান্ড এলাকা থেকে চারটি মামলায় গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামি বিল্লাল শেখকে গ্রেপ্তার করা হয়। এসময় আসামি বিল্লাল শেখকে থানায় নিয়ে আসার পথে মোটরসাইকেল দিয়ে পুলিশের গাড়ির সামনে ব্যারিকেড দেয় আসামির স্বজন ও তার সন্ত্রাসী বাহীনি,পরে পুলিশ সদস্যদের ওপর সিনেমা স্টাইলে হামলা করে হাতকড়া লাগানো অবস্থায় আসামি বিল্লালকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় নড়াইল সদর থানায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। মামলার পর থেকে তাঁকে গ্রেপ্তার করতে অভিযান শুরু করে নড়াইল জেলা পুলিশের একাধিক দল। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম ছিনিয়ে নেওয়া আসামিকে গাজীপুর থেকে গ্রেপ্তার করে,নড়াইল সদর থানায় আনা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে একই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় হাতকড়াটি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া পুলিশের গাড়ির সামনে ব্যারিকেড দেওয়ার কাজে ব্যবহার করা মোটরসাইকেল দুটিও উদ্ধার করে পুলিশ।