খুলনা ব্লাড ফাইটার্সের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয় কর্মসূচি

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (খুলনা) : ′′আমাদের অঙ্গিকার, রক্তের অভাবে মারা যাবেনা কেউ আর′′ এই স্লোগানকে বাস্তবে রুপ দিতে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে খুলনা ব্লাড ফাইটার্স নামক সংগঠনটি।


বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় ০২ ডিসেম্বর সোমবার খুলনার ২নং কাস্টমঘাট এলাকায় আয়োজন করা হয় ফ্রি ডায়াবেটিস ও রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচি। সার্বিক সহযোগিতায় খুলনা মহানগরীর ২২ নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজ সেবক জিয়াউর রহমান ও তার বন্ধুমহল।


বিজ্ঞাপন

সকাল ১০ টা বিকাল ৪ টা প্রর্যন্ত ১৫০ জনের ডায়াবেটিস পরীক্ষা ও ২৫০ এর ও অধিক মানুষের রক্তের গ্রুপ নির্নয় করা হয়।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন- খুলনা ব্লাড ফাইটার্স এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ হাসিব ভুঁইয়া, সভাপতি নাজিম সরদার, সাংগঠনিক সম্পাদক সাহিজুল ইসলাম, প্রচার সম্পাদক আসিফ তালুকদার সহ স্থায়ী সদস্য সাগর, জসি, সাজিদুল সহ আরো অনেকেই।

সার্বিকভাবে সহযোগিতা করেছেন খুলনা মহানগরীর ২২ নং ওয়ার্ডের সম্মানিত সমাজ সেবক, মানবিক মানুষ জিয়াউর রহমান।

তাদের এই মহৎ উদ্যোগে এলাকাবাসী খুবই সন্তুষ্ট প্রকাশ করেছে। এমন আরো কিছু মহৎ কাজে তারা পাশে থেকে সার্বিকভাবে সহযোগিতা করার কথা ব্যক্ত করেছেন

খুলনা ব্লাড ফাইটার্স -এর পরিচালক বলেন, “আমরা কাজ করি মানুষের কল্যাণে।এমন ক্যাম্পেইন থেকেই রক্তদাতা তৈরি হয়। অনেকের অজানা রক্তের গ্রুপ সহজেই জানতে পারে।অনেকের মধ্যে রক্তের গ্রুপ জানার আগ্রহ থাকেনা কিন্তু একটা ফ্রি ক্যাম্পেইন তাদের কে আগ্রহী করে তোলে।

খুলনা ব্লাড ফাইটার্স এর সেচ্ছাসেবীরা সর্বদা মানুষের পাশে ছিলো-আছে এবং থাকবে বলেও জানান রক্ত যোদ্ধারা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *