নিজস্ব প্রতিবেদক : আজ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন এর ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে।এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন এর দপ্তর সম্পাদক খান মোঃ মাসকোয়াত হোসেন।
জানা গেছে গত ৮ নভেম্বর ২০২৪ তারিখে গঠিত আংশিক কমিটি আজ পূর্ণাঙ্গ করা হয়। সমিতির সভাপতি কামরুল হাসান তালুকদার এবং সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু কর্তৃক স্বাক্ষরিত নবগঠিত ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে।
বর্তমান প্রেক্ষাপটে জন মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে নবগঠিত এ কমিটি নিরলস প্রচেষ্টার মাধ্যমে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।