প্রাইম  ব্যাংক আয়োজিত বার্ষিক ঝুঁকি সম্মেলন -২০২৪ অনুষ্ঠিত 

Uncategorized অর্থনীতি কর্পোরেট সংবাদ জাতীয় বানিজ্য বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  :  ব্যাংকের মধ্যে উন্নত ঝুঁকি সংস্কৃতি গড়ে তুলতে প্রাইম ব্যাংক পিএলসি. আয়োজিত বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঢাকার নিকেতনে অবস্থিত প্রাইম টাওয়ারের মেরিনা ইয়াসমিন চৌধুরী হলে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন (ডস-২) বিভাগের পরিচালক আ. ন. ম মইনুল কবীর এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডস-২ এর অতিরিক্ত পরিচালক মিসেস সুরভি ঘোষ। রিসোর্স পারসন হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডস-২ এর যুগ্ম পরিচালক মোহাম্মদ আরিফ হাসান এবং মিসেস মোসাম্মৎ নাজমিন নাহার প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. জিয়াউর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।


বিজ্ঞাপন

কনফারেন্সে প্রায় ২০০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন, যার মধ্যে ছিলেন শাখা অপারেশন ম্যানেজার, এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটি এবং রিস্ক ম্যানেজমেন্ট ফোরাম এর সদস্যরা।

অভিজ্ঞ কেন্দ্রীয় ব্যাংকাররা ঝুঁকি ব্যবস্থাপনা নীতিমালা এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকা নিয়ে বিশদ আলোচনা করেন। তারা ব্যাংকিং খাতের বর্তমান চ্যালেঞ্জগুলো তুলে ধরেন এবং প্রাইম ব্যাংকের সার্বিক ঝুঁকি ব্যবস্থাপনা ও শক্তিশালী ঝুঁকি সংস্কৃতির জন্য প্রশংসা করেন।

প্রাইম ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ জসিম উদ্দিন এবং উপ-প্রধান কাজী নাইম মোরশেদ ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনার চর্চা এবং অন্যান্য ঝুঁকি, বিশেষত পরিচালন ঝুঁকির প্রভাব সম্পর্কে অংশগ্রহণকারীদেরকে ব্রিফ করেন। তারা ঝুঁকি ব্যবস্থাপনার ক্ষেত্রে সবার সম্মিলিত অংশগ্রহণের ওপর জোর দেন, যাতে ঝুঁকি গুলো আগেই চিহ্নিত করে তা সমাধান করা যায় তারা বিদ্যমান ঝুঁকি ব্যবস্থাপনা চর্চাকে আরো শক্তিশালী করার আহ্বান জানান, যাতে করে ভবিষ্যতের ঝুঁকিসমূহ মোকাবিলা করা যায়।

প্রাইম ব্যাংক ঝুঁকি শনাক্তকরণে অগ্রণী ভূমিকা পালনকারীদের স্বীকৃতি হিসেবে প্রশংসাপত্র এবং ক্রেস্ট প্রদান করে সম্মানিত করে।

সম্মেলনের সমাপ্তিতে মো. জিয়াউর রহমান বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাবৃন্দ এবং সম্মেলনে অংশগ্রহণকারীদেরকে ধন্যবাদ জানান এবং অংশগ্রহণকারীদেরকে সম্মেলনে অর্জিত অভিজ্ঞতা নিজ নিজ কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগের আহ্বান জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *