মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল সদর উপজেলার ১২ নং বিছালি ইউনিয়নে ২৬০০ মিটার দৈঘ্যের (বড়াল খানের দোকান থেকে আটঘরা সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে নাওসোনা মহাশসান) পর্যন্ত,সড়ক পাকা করনের কাজের উদ্বোধন করন,চেয়ারম্যান হেমায়েত হোসেন ফারুক।
(৩ রা ডিসেম্বর) বুধবার সকাল ১০ টায় নড়াইল – নওয়াপাড়া সড়কের বড়াল খানের দোকানের সামনে রাস্তাটির উদ্বোধনে উপন্থিত ছিলেন,বিছালী ইউনিয়নের চেয়ারম্যান হেমায়েত হোসেন ফারুক। এ সসময় আরো উপস্থিত ছিলেন,৬নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর শেখ,সাবেক ইউপি সদস্য আবু হানিফ,ইউপি সদস্য সাধন কুমার বিশ্বাস,প্যানেল চেয়ারম্যান মাঝহারুল ইসলাম,বিশিষ্ট্য ব্যবসায়ী ও সমাজ সেবক করিমুল ইসলাম কুশল,বিছালী ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক রাসেদুল ইসলাম সান্টু,
সাংগঠনিক সম্পাদক হালিম ব্যাপারী ও ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারন সম্পাদক সহ স্থানীয় এলাকাবাসী। উদ্বোধনে বিছালী ইউনিয়ন চেয়ারম্যান হেমায়েত হোসেন ফারুক বলেন,এই এলাকাটি হিন্দু অধ্যুষিত এলাকার মানুষের মৃতদেহ সৎকারে ভিষণ কষ্ট হতো। আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এই এলাকার মানুষদের রাস্তাটি পাকা করে দেওয়ার কথা দিয়েছিলাম,অনেক কষ্ট করে মন্ত্রনালয় থেকে রাস্তাটি পাশ করিয়ে আনতে সক্ষম হই বলে সাংবাদিকদের জানান।