নিজস্ব প্রতিবেদক : ভারতে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম আজ 7 ডিসেম্বর শনিবার সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ করেছে।সমাবেশে বক্তারা বলেন, ভারতজুড়ে নানামুখী ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। গড়ে তুলতে হবে ইস্পাত কঠিন ঐক্য।
বক্তারাে হুঁশিয়ারি উচ্চ্চারণ করে আরো বলেন, বাংলাদেশের পতাকার অবমাননা সহ্য করা হবে না। ভারতের মিডিয়ায় নির্লজ্জ মিথ্যাচার বন্ধ করতে হবে। বন্ধ করতে হবে সীমান্ত হত্যা। আগারতলায় বাংলাদেশ উপ-দূতাবাসের নিরাপত্তায় ব্যর্থতায় প্রমাণ হচ্ছে, সেখানে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি।
জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি দেশখ্যাত ছড়াকার আবু সালেহ সমাবেশে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসের সাবেক ডেপুটি মেয়র ও বিএনপির চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স কমিটির উপদেষ্টা আ ম অহিদ আহমদ।
সংগঠনের মহাসচিব জাহাঙ্গীর আলম প্রধানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক নওরোজ সম্পাদক সামছুল হক দুররানী, সিনিয়র সাংবাদিক গাফফার মাহমুদ, আসাদুজ্জামান আসাদ, আখতার হোসেন মাসুদ, জহিরুল হক রানা, ড, আবু তাহের মানজুর, জেসমিন জুঁই, নাসিরয উদ্দিন সিদ্দিকী, সামাদ মতিন, মাহমুদ তারেক, আমিনুল ইসলাম, খোরশেদ আলম শিকদার, আনোয়ার হোসেন, রুহুল আমিন চৌধুরী প্রমুখ।