নিজস্ব প্রতিনিধি (খুলনা) : খুলনা জেলা পুলিশের জেলা মনিটরিং মামলার পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, আজ শনিবার ৭ ডিসেম্বর খুলনা জেলার পুলিশ সুপার টি, এম, মোশাররফ হোসেন এর সভাপতিত্বে বেলা ৩ টার সময় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা মনিটরিং মামলার পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার তাঁর বক্তব্যে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক বিষয়াদি নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।এছাড়াও উক্ত সভায় খুলনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং খুলনা জেলার বিভিন্ন থানা, ফাঁড়িসহ বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।