মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
পুলিশের কাছ থেকে হাতকরা অবস্থায় ছিনিয়ে নেওয়া আসামিকে ১২ ঘন্টার মধ্যেই আটক করেছে কালিয়া থানা পুলিশ। রবিবার ভোর রাতে তাকে অভিযান চালিয়ে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রাম থেকে আটক করে কালিয়া থানা পুলিশ। এ সময় আরো দুই জনকে আটক করা হয়। আটক কৃত চাঁদপুর গ্রামের আলিম শেখের ছেলে নিশান শেখ,মৃত হাজী ওসমান মোল্লার ছেলে জাহিদ মোল্লা,হত্যা মামলার আসামি উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের আলিম শেখের ছেলে সাব্বির শেখ। কালিয়া থানা সূত্রে জানা যায়,চলতি বছরের ২৬ সেপ্টেম্বর কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের নাসিম শেখ কে হত্যার দায়ে আটজনকে অভিযুক্ত করে তার মা তানিয়া সুলতানা জোনাকী আদালতে পিটিশন দাখিল করেন। চলতি মাসের ২ ডিসেম্বর আদালতের নির্দেশে কালিয়া থানা হত্যা মামলা রজু করেন। ঐ মামলায় এজাহারভুক্ত আসামি সাব্বির কে শনিবার সন্ধ্যার দিকে কালিয়া থানা পুলিশের একটি দল চাঁদপুর এলাকা থেকে আটক করে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাচ্ছিল। এ সময় পুলিশের গতিরোধ করে আসামির স্বজনরা তাকে ছিনিয়ে নিয়ে যায়। এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃরাশিদুল ইসলাম বলেন,ছিনতাই হওয়া আসামি সাব্বির শেখসহ আরো দুই জনকে আজ ভোরে গ্রেফতারে করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।