নিজস্ব প্রতিবেদক : গতকাল শনিবার ৭ ডিসেম্বর, রাত ২৩ টা ১০ মিনিটের সময় রংপুর জেলা ডিবি পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আবু মোঃ সিদ্দিকুজ্জামান এঁর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ সাহানুর আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযান পরিচালনা কালে গংগাচড়া থানাধীন ৫নং লক্ষীটারি ইউপি’র পূর্ব ইচলী মৌজাস্থ মহিপুর তিস্তা ব্রীজের ২০০ ফুট উত্তরে জনৈক নুর ইসলামের খাবারের দোকানের সামনে কাকিনা টু রংপুরগামী পাকা রাস্তার উপর একটি যাত্রীবাহী সিএনজি থ্রি-হুইলার আটক পূর্বক পিছনের সিটে বসা যাত্রীবেশী অভিযুক্ত মোঃ আহসানুল ইসলাম (২১), পিতা- মোঃ আব্দুল মজিদ মিয়া, এবং মোঃ সিপন ইসলাম (২০), পিতা- মোঃ জামাল উদ্দিন, উভয়ের সাং- রমনীগঞ্জ, থানা- হাতীবান্ধা, জেলা- লালমনিরহাটদ্বয়ের দেহ বিধি মোতাবেক তল্লাশি করে ১নং অভিযুক্তের ডান হাতে থাকা নেভি-ব্লু রংয়ের স্কুল ব্যাগের ভিতর ১৫ (পনেরো) বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক জব্দ করে।
জিজ্ঞাসাবাদে জানা যায় যে, অভিযুক্তদ্বয় পরষ্পর যোগসাজস করে ফেন্সিডিলগুলো রংপুরে নিয়ে যাচ্ছিল। এরপর অভিযুক্তদ্বয়কে আটক করে এসআই সাহানুর আলম ও সঙ্গীয় অফিসার ফোর্স জব্দকৃত মালামালসহ থানায় এসে লিখিত অভিযোগ করেন। এ সংক্রান্তে গংগাচড়া থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়।