নিজস্ব প্রতিনিধি (রংপুর) : আজ রবিবার ৮ ডিসেম্বর, রাত ২ টা ৩০ মিনিটের সময় রংপুর জেলা ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) জনাব আবু মোঃ সিদ্দিকুজ্জামান এঁর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ সাহানুর আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযান পরিচালনা কালে গংগাচড়া থানাধীন ৫নং লক্ষীটারি ইউপি’র পূর্ব ইচলী মৌজাস্থ মহিপুর তিস্তা ব্রীজের ২০০ ফুট উত্তরে জনৈক নুর ইসলামের খাবারের দোকানের সামনে কাকিনা টু রংপুরগামী পাকা রাস্তার উপর একটি পুরাতন পালসার-১৫০ সিসি মোটরসাইকেল আটক পূর্বক বিধি মোতাবেক তল্লাশি করে উক্ত মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ২৬ (ছাব্বিশ) বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক জব্দ করেন।
এরপর অভিযুক্ত চালক এবং মোঃ মাসুদ রানা (৪৪), পিতা- মোঃ নুর ইসলাম, সাং- শালবন মিস্ত্রিপাড়া, থানা- কোতয়ালী মেট্রো, রংপুর মহানগর, রংপুরকে আটক করে জব্দকৃত মালামালসহ থানায় এসে লিখিত অভিযোগ করেন। এ সংক্রান্তে গংগাচড়া থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়।