নিজস্ব প্রতিনিধি (সুনামগঞ্জ) : সিলেটের সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় কোরআন অবমাননাকারী আকাশ দাসের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার ( ৮ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিচারিক নির্জন কুমার মিত্র রিমান্ডের এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক আকবর হোসেন।
জানা যায়, গত মঙ্গলবার রাতে ফেসবুকে দোয়ারাবাজার উপজেলার মংলারগাঁও গ্রামের প্রফুল্ল দাসের ছেলে আকাশ দাস কোরআন অবমাননা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে। তাৎক্ষণিকভাবে পবিত্র কুরআন অবমাননার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
নিন্দা, দুষ্কৃতকারীকে গ্রেফতারের দাবিতে এলাকার স্থানীয় মুসলিম জনতা ক্ষুব্ধ হয়ে উঠেন। পরে ওই দুষ্কৃতকারী আকাশ দাসকে ধরে দোয়ারাবাজার থানা পুলিশ আটক করে। রাত সাড়ে ৯ টায় পুলিশ তাঁকে দোয়ারাবাজার থানায় নিয়ে আসে। সে সময় দোয়ারাবাজার থানা এলাকায় মুসলিম তৌহিদী-জনতা বিক্ষোভ করতে থাকে। পরে দোয়ারাবাজার থানা পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এর পরে ধর্ম অবমাননা দায়ে ডিজিটাল নিরাপত্তা আইনে ও ধর্মঅবমাননার মামলা দায়ের করা হয়। আকাশ দাসের বিরুদ্ধে। পরে আজ রোববার আদালতে তুলা হলে কোন ছবি দেওয়া সম্ভবনির্জন কুমার মিত্র ৫দিনের রিমান্ডের আদেশ দেন।