১২০ বোতল বিদেশি মদ ও প্রাইভেটকারসহ এক মাদক ব্যাবসায়ীকে  গ্রেফতার করেছে ডিবি পুলিশের গুলশান বিভাগ 

Uncategorized অপরাধ ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  :  রাজধানীর গুলশান এলাকা থেকে ১২০ বোতল বিদেশি মদ ও প্রাইভেটকারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-গুলশান বিভাগ। গ্রেফতারকৃতের নাম- রিপন ঢালী (২৫)। গত শনিবার ৭ ডিসেম্বর, রাত ৮ টা ৪৫ মিনিটের সময়  গুলশান থানার হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম।


বিজ্ঞাপন

ডিবি সূত্রে জানা যায়, কতিপয় মাদক কারবারি গুলশান ১নং গোলচত্বর থেকে একটি প্রাইভেটকার যোগে মাদকসহ তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় যাচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়। এমন সংবাদের ভিত্তিতে গুলশান থানাধীন পুলিশ প্লাজা কনকর্ডের সামনে গুলশান থেকে হাতিরঝিলগামী পাকা রাস্তার উপর অবস্থান নেয় ডিবি গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম। উক্ত প্রাইভেটকারটিকে সনাক্তের পর ডিবির টিম প্রাইভেটকারটিকে থামার সংকেত দেয়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে প্রাইভেটকারটি ডান পাশের আইল্যান্ডে লেগে প্রাইভেটকারটি ক্ষতিগ্রস্ত হয়।

প্রাইভেটকারটি থামার সাথে সাথে চালকের পেছনের সিটে থাকা একজন দৌঁড়ে পালিয়ে যায়। এমতাবস্থায় প্রাইভেটকারটি জব্দ করা হয় এবং তল্লাশী করে প্রাইভেটকারের পেছনের ডালা থেকে ১৪টি কাগজের কার্টুনের ভেতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১২০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৭ লক্ষ ২০ হাজার টাকা। এঘটনায় গাড়ির চালক রিপন ঢালী (২৫)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিপন ঢালী ও পলাতক বাশারের বিরুদ্ধে গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।


বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত রিপন ঢালী পলাতক আসামি বাশারের সহযোগিতায় দীর্ঘদিন যাবৎ গুলশান এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিদেশি মদ বিক্রি করে আসছে। উদ্ধারকৃত বিদেশি মদ তারা বিক্রয়ের উদ্দেশে নিজেদের হেফাজতে রেখেছিলো মর্মে স্বীকার করেছে।


বিজ্ঞাপন

গুলশান থানার মামলায় গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামি বাশারকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ডিবি পুলিশের গুলশান বিভাগ এর কর্মকর্তারা।

👁️ 36 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *