মানবাধিকার দিবস উপলক্ষে ছাত্রদলের নেতাকর্মীদের খুন,গুমসহ নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

Uncategorized অন্যান্য অপরাধ আইন ও আদালত কর্পোরেট সংবাদ খুলনা গ্রাম বাংলার খবর জীবন-যাপন প্রশাসনিক সংবাদ

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। (১০ ডিসেম্বর) মঙ্গলবার দুপুরে ছাত্রদল,নড়াইল জেলা ছাত্রদল ও নড়াইল ভিক্টোরিয়া কলেজ শাখার আয়োজনে কলেজ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপি এই মানববন্ধনে বক্তব্য দেন,জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস,সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি,সাংগঠনিক সম্পাদক রুবায়েত তুরশেদ সাথীল,যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মেহেদী হাসান সবুজ,ভিক্টোরিয়া কলেজ শাখার আহবায়ক আরিফ হাসান,সদস্য সচিব হামিদুল হক তনু,যুগ্ম আহবায়ক শাহবাজ সজীব,আব্দুল হাই ডিগ্রি কলেজ শাখার আহবায়ক মামুন গাজী,সদস্য সচিব নাহিদ হাসান পিয়ার প্রমুখ। এ সময় বক্তরা বলেন,গত ১৫ বছরের আওয়ামী-লীগ সরকারের আমলে গুমের শিকার ছাত্রদলের নেতাকর্মীসহ সকল নাগরিকের মুক্তি এবং আওয়ামী- লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নির্মম হত্যাকান্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মী ও সাংবাদিক নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবী জানানো হয়।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *