মোঃ সাইফুর রশিদ চৌধুরী : আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৪ উপলক্ষে গোপালগঞ্জে বিভিন্ন সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও রেলী অনুষ্ঠিত হয়েছে। তন্মধ্যে বাংলাদেশ লিগ্যাল এন্ড হিউম্যান রাইটস সার্ভিসেস অন্যতম। এ সংগঠনের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ও বঙ্গবন্ধু কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাহামুদ আলী খন্দকার ও কেন্দ্রীয় মানব কল্যাণ কর্মকর্তা দুলালী হকের নেতৃত্বে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে সকাল১০ ঘটিকার সময় এক মানববন্ধন ও রেলী অনুষ্ঠিত হয়। মানবতার লঙ্ঘন নয় মানবতার জয় হোক এ স্লোগানকে সামনে রেখে বক্তারা বক্তব্য রাখেন।
জাস্টিস ফর প্যালেস্টাইনস এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজের একদল শিক্ষার্থী গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজ গেট হতে একটি বর্ণাঢ্য রেলী শহর প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু সড়কের প্রেস ক্লাবের সামনে অবস্থান করে নেতৃ স্থানীয় ব্যক্তিবর্গ দিবসটির তাৎপর্য তুলে ধরে ও বিভিন্ন দাবি পেশ করেন। তন্মধ্যে উল্লেখযোগ্য ফিলিস্তিনে মানবতাবিরোধী কর্মকাণ্ড বন্ধের দাবি সহ চীনের উইগুর, কাশ্মীর ভারত, মিয়ানমার ও বিশ্বের অন্যান্য সকল স্থানে মানবাধিকার লঙ্ঘনের জন্য ধিক্কার জানানো হয় ।
বিশ্বের সকল প্রান্তে শান্তি ও অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত করতে বিশ্ববাসীকে আহ্বান জানান। সকল প্রকার হত্যা বন্ধের আহবান জানান হয় । আর কোন ফ্যাসিস্ট জন্ম না হোক আশা ব্যক্ত করেন বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আজিজুর রহমান শান্ত, মোহাম্মদ আরাফাত ও মোহাম্মদ আবুল কালাম শিক্ষার্থী বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জ প্রমূখ।