সরিষাবাড়ী( জামালপুর) প্রতিনিধি : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরিষাবাড়ী উপজেলা শাখার উদ্যোগে যমুনা সার কারখানায় প্রয়োজনীয় গ্যাস সরবরাহ করে চালুর দাবি সহ অন্যান্য দাবির কথা উল্লেখ করে সাংবাদিক সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সাড়ে এগারোটায় যমুনা সার কারখানার প্রধান ফটকে এটি অনুষ্ঠিত হয়।এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস ,জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব আকুল হক, সরিষাবাড়ী উপজেলা শাখার বিপুল ও আসাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস বলেন যে ,পাঁচ শতাধিক এর অধিক শ্রমিক বেকার ,ট্রাকসহ অনেকগুলো পরিবহন বন্ধ ,যন্ত্রাংশ স্থায়ীভাবে নষ্ট হওয়ার উপক্রম হচ্ছে।গ্যাসের প্রেশার দরকার হয় ১৫০ থেকে ১৮০ ঘনফুট। ফলে স্বাভাবিকভাবে ১১০ থেকে ১২০ ঘনফুট প্রেশার দেওয়া হয় কারখানার সার উৎপাদনে কিন্তু হঠাৎ করেই ২ হাজার থেকে ২ হাজার ২৭ ঘনফুট গ্যাস সরবরাহ করায় প্রেশার নেমে আসে ৮০ থেকে ৯০ ঘনফুটে। ফলে কারখানার সার উৎপাদন বন্ধ হয়ে যায়। যমুনা সার কারখানা বন্ধ হওয়ার কারণে বাইরে থেকে যে সারগুলো আনা হচ্ছে সেটা দুয়াশাইলের মিঠা পানির সঙ্গে মিলছে না। বাইরে থেকে যে সার আসছে সেগুলো লবণাক্ত পানির সার যার কারণে জমির উর্বরতা হ্রাস পাচ্ছে।
এজন্য দ্রুত গ্যাসের পর্যাপ্ত চাপ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।এছাড়াও তিনি বলেন, সরকারি কর্মচারীদের অব্যবস্থাপনা ,কারখানাতে রাজনৈতিক হস্তক্ষেপ ,রাজনৈতিক অস্থিরতা ,অবৈধ সিন্ডিকেট সহ পুরাতন সকল ডিলারশীপের লাইসেন্স বাতিলের আহ্বান জানান তিনি। সরিষাবাড়ী উপজেলা শাখার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আসাদুজ্জামান আসাদ বলেন ,উত্তরবঙ্গের কৃষকের অসহায়ত্বের কথা চিন্তা করে হলেও দ্রুত কারখানা চালু করা হোক।