জামালপুরে হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন সদর উপজেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত 

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

মাসুদুর রহমান, (জামালপুর) :  বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন জামালপুর সদর উপজেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ।  গত ২৫ নভেম্বর জামালপুর সদর হেলথ্ এসিস্ট্যান্ট নির্বাচনের ৮৬ জনের  চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার ডা: সানজিদা হোসাইন প্রাপ্তি ।   ২৫ থেকে ২৮ নভেম্বর বিকেল ৫ টা পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ করে ১ ডিসেম্বর জমা দেয় ৫ জন  প্রার্থী ।  নির্বাচনে সভাপতি পদে আব্দুর নুর ও শফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে মঞ্জুরুল ইসলাম ও জহুরুল ইসলাম  প্রতিদ্বন্দিতা করেন ।  এদিকে বিনা প্রতিদ্বন্দিতায় অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মেষ্টা ইউনিয়নের হেলথ্ এসিস্ট্যান্ট হাফিজুর রহমান । মঙ্গলবার (১০ ডিসেম্বর)  সকাল ১০ টায় আলোচনা সভা শেষে সকাল ১১ টা থেকে ভোটাররা সারিবদ্ধ হয়ে লাইনে দাঁড়িয়ে ৮৫ জন ভোট প্রদান করেন । সভাপতি পদে আবদুর নুর  ৫২, জহুরুল ইসলাম ৫০ ভোট পেয়ে বিজয় লাভ করে।  এ ছাড়াও  ২ টি ভোট বাতিল করা হয় ।  দীর্ঘ ২ বছর পর ভোট দিতে পারায় আনন্দিত ও খুশি হয়েছেন ভোটাররা ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুম ভোট কেন্দ্রে দেখা গেছে, সকাল থেকে সদর উপজেলার ১৫ টি ইউনিয়নের ৮৬ জন হেলথ্  এ্যাসিস্ট্যান্ট ভোটকেন্দ্রে উপস্থিত হতে শুরু করেন । শুরুতে ভোটারের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে ভোট কেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের বেশি উপস্থিতি ছিল চোখে পড়ার মত। ভোটাররাও সুশৃঙ্খলভাবে ভোটাধিকার প্রয়োগ করে বেরিয়ে যাচ্ছেন। দায়িত্বরত নির্বাচন কমিশন এর সদস্যরা ভোটকেন্দ্রের পরিবেশ শৃঙ্খল রাখতে কাজ করছেন । ভোটারদের নানাভাবে সহযোগিতা করতে দেখা গেছে তাদের। শেষের দিকে বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক শহিদুল ইসলাম, সভাপতি প্রার্থী আব্দুর নুর ও শফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক প্রার্থী মঞ্জুরুল ইসলাম ও জহুরুল ইসলাম  ভোট প্রদান করেন।
এদিকে ভোট দিতে আসা সুবর্না,  সায়েম, মমিনুল ইসলাম, রাশেদা পারুল,  সোহেল রানা জানান, উৎসব মুখর পরিবেশে এখানে ভোট হচ্ছে।  বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট জামালপুর সদর উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দীর্ঘ কয়েক বছর পর নির্বাচন হচ্ছে ।  ভোট দিতে পারায় আমরা আনন্দিত ।  ভোট দিতে পারায় আমাদের ভাল লাগতেছে ।
তবে জামালপুর সদর উপজেলা হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন শাখার আহবায়ক মো: দুলাল উদ্দিন জানান, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক নির্বাচনের আয়োজন করা হয়েছে।
এদিকে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত  অর্থ সম্পাদক হাফিজুর রহমান জানান,  আমি অতীতেও অর্থ সম্পাদক ছিলাম।  এই পদে কোন প্রার্থী না থাকায় আমি বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছি ।
এদিকে বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ন আহবায়ক  মোহাম্মদ শহিদুর রহমান জানান,  কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক নির্বাচনের আয়োজন করা হয়েছে।  নির্বাচনে ভোটারা তাদের পছন্দের প্রার্থী ভোট দিচ্ছে ।  দীর্ঘদিন পর ভোটের আয়োজন করায় ভোট কেন্দ্রে হেলথ্ এসিস্ট্যান্টদের মিলন মেলায় পরিণত হয়েছে।
এদিকে নির্বাচিত সাধারণ সম্পাদক  জহুরুল ইসলাম জানান,  আমি চতুর্থ বারের মতো সাধারণ সম্পাদক হয়েছি ।
নির্বাচিত সভাপতি আবদুর নুর জানান, আমি সভাপতি হয়ে নির্বাচিত হয়েছি। উপজেলা হেলথ্ এসিস্ট্যান্টদের পাশে সব সময় থাকব।  সংগঠনের উন্নয়ন ও দাবী আদায়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখব।
এদিকে প্রধান নির্বাচন কমিশন ডা: সানজিদা হোসাইন প্রাপ্তি এ প্রতিবেদক মাসুদুর রহমানকে জানান,  সভাপতি পদে ২ জন ও সাধারণ সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দিতা করেন । খুব শান্তিপূর্ণ ভাবে ভোটাররা গোপন কক্ষে গিয়ে ভোট প্রদান করে  ।   সভাপতি পদে আবদুর নুর  ৫২, শফিকুল ইসলাম ৩৩, সাধারণ সম্পাদক পদে  জহুরুল ইসলাম ৫০, মঞ্জুরুল ইসলাম ৩৩ ভোট পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *