ফরিদপুরের চরভদ্রাসনে ভিক্ষুকদের পুনর্বাসন সহায়ক উপকরণ বিতরণ  

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

ফরিদপুর প্রতিনিধি :  ফরিদপুরের চরভদ্রাসনে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর এই কর্মসূচির আয়োজন করে।


বিজ্ঞাপন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা চত্ত্বরে  সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নাধীন ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় দুই জনকে ১৫ হাজার টাকারে ,এক জন প্রতিবন্ধী কে ২৭ হাজার টাকা,৬জন প্রতিবন্ধীদের  হুইল চেয়ার মাঝে বিতরণ করে।


বিজ্ঞাপন

জানা গেছে,  গেছে, উপজেলা প্রশাসন ওসমাজসেবার উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসনওবিকল্প কর্মসংস্থান কর্মসূচি এবং প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচিতে  দুইজনকে ছাগল ক্রয় বাবদ ১৫ হাজার টাকা করে প্রত্যেকজন কে  বিতরণ করা হয়। প্রতিবন্ধী একজন ক্ষুদ্র ব্যবসার জন্য ২৭ হাজার টাকা প্রদান করা হয়।

ভিক্ষাবৃত্তি থেকে বের হয়ে কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য সমাজসেবা নিরপেক্ষতার দৃষ্টিকোণ থেকে  ৬ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

এ ব্যাপারে চরভদ্রাসন উপজেলার সমাজসেবা কর্মকর্তা মো: জাহিদ তালুকদার বলেন, আমরা আশা করি ভিক্ষুকদের পুনর্বাসনের মধ্যদিয়ে চরভদ্রাসনে ভিক্ষাবৃত্তি নির্বাসনে যাবে এবং ভিক্ষুকরা অন্যদশজনের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *