নিজস্ব প্রতিনিধি (নীলফামারী) : বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় কার্যালয় এবং উপজেলা প্রশাসন, কিশোরগঞ্জ, নীলফামারী এর উদ্যোগে আজ বুধবার ১১ ডিসেম্বর, নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে মেসার্স মোজাম্মেল এন্ড সন্স ফিলিং স্টেশনের বিক্রয়কৃত জ্বালানি তেল পরিমাণে কম পাওয়া গেলে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যৎ এ পরিমাপ সঠিক রাখার বিষয়ে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট প্রতিষ্ঠানের মালিককে সতর্ক করেন।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন কিশোরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মঈন খান এলিস।
প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই এর রংপুর বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌঃ মোঃ তাওহিদ আল আমিন এবং পরিদর্শক (মেট্রোলজি) মোঃ নাসির উদ্দিন।