নড়াইলের দেবভোগ শেখপাড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’র নির্বাচনী ফলাফল ঘোষণা ও সাধারণ সভা অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য কর্পোরেট সংবাদ খুলনা গ্রাম বাংলার খবর

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের দেবভোগ শেখপাড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ (রেজি নং১০/ নড়া) এর নির্বাচনী ফলাফল ঘোষণা উপলক্ষ্যে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। (১৩ ই ডিসেম্বর) সকাল ১১ টায় শেখহাটি ইউনিয়নের ডহর শেখহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। দেবভোগ শেখপাড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’র নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা সমবায় অফিসার তৌহিদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা সমবায় অফিসার আব্দুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নড়াইল জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক জননেতা আলী হাসান,নড়াইল সদর উপজেলা বিএন পি’র সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম,জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবীর রুবেল,
শেখহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি বাবর আলী মোল্যা,শেখহাটি ফাড়ির আইসি রফিকুল ইসলাম, শেখহাটি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ এরশাদ আলীসহ ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও দেবভোগ শেখপাড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’র সদস্য বৃন্দসহ কৃষক কৃষানী’রা প্রমূখ। দেবভোগ শেখপাড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি আবু জাফর (মুরাদ হোসেন)
সহসভাপতি মো:শফিয়ার সর্দার,সম্পাদক রোজিবুল ইসলাম,কোষাধ্যক্ষ মো:ফিরোজ হোসেন,সদস্য
মো:সামছুর রহমান খাঁ,সদস্য মো:জসিম সর্দার,সদস্য
মো:জহিরুল ইসলাম,সদস্য মো:রফিকুল,সদস্য
বরুন কুমার দেব,সদস্য বাবুল মিনা,সদস্য মো:শোকর সর্দার,সদস্য রেখা খানমকে দেবভোগ শেখপাড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’র নির্বাচনে বিনা প্রতিদন্দিতায় নির্বাচীত ঘোষণা করা হয়।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *