ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ খ্রি. পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১০ টায় উপজেলা কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভার শুরুতে শহীদ বুদ্ধিজীবদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সল বিন করিম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিশাত ফারাবী।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ আব্দুল গাফ্ফার। সভাটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ তালুকদার।
সভায় ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্মরনে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার মামুনুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা রেফায়েদুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শিহাব খান, বীর মুক্তিযোদ্ধা ফখরুজ্জামান, আবুল কালাম ও সাংবাদিক মো. মেজবাহ উদ্দিন প্রমূখ।
সভাশেষে শহীদ বুদ্ধিজীবীদের বিদ্বেহী আত্নার মাগফেরাত ও দেশের সুখ সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ঈমাম হাফেজ মোঃ আশিকুর রহমান।