নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে অপসারণ হওয়া দুই শিশু কে বরিশাল থেকে উদ্ধার করলো পিবিআই 

Uncategorized অপরাধ প্রশাসনিক সংবাদ বরিশাল বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  : পিবিআই নারায়ণগঞ্জ জেলা কর্তৃক ফতুল্লা থানাধীন পশ্চিম লামাপাড়া এলাকা হতে অপহৃত ৭(সাত) ও ৩ (তিন) বছর বয়সী ছেলে শিশু বরিশাল জেলার হিজলা থানাধীন ডিক্রিরচর এলাকা হতে উদ্ধার করেছে,  এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

ঘটনার বিবরণে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন পশ্চিম লামাপাড়া সাকিনের বাসিন্দা জনৈক আঃ কাদির এর শিশু পুত্র- নাঈম(০৭), ০২। নাবিল(০৩) দ্বয় গত ০৮/১২/২০২৪ খ্রিঃ তারিখে দুপুর অনুমান ১১:৩০ ঘটিকার সময় পশ্চিম লামাপাড়া খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে খেলাধুলা করতে গিয়ে দুপুর অনুমান ০২:০০ ঘটিকা পর্যন্ত ভিকটিমদ্বয় বাসায় ফিরে না আসায় ভিকটিমদ্বয়ের পিতা-মাতা বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করিয়া সন্ধ্যা পর্যন্ত তাদের পুত্রদের কোন সন্ধান পান নাই। সন্ধ্যা ৬ টা .১৫ মিনিটের সময় অজ্ঞাত ব্যক্তির মোবাইল নম্বর থেকে ভিকটিমদ্বয়ের পিতার মোবাইলে ফোন করে ভিকটিমদ্বয়কে ছেড়ে দেয়ার বিনিময়ে ৩,০০,০০০/-(তিন লক্ষ) টাকা মুক্তিপণ বাবদ দাবী করে।


বিজ্ঞাপন

পরবর্তীতে ভিকটিমের নানা মো: সালাউদ্দিন উক্ত বিষয়ে ফতুল্লা থানায় গিয়ে জিডি নং-৫৮৫, তারিখ-০৮/১২/২০২৪খ্রিঃ দায়ের করেন এবং ১০/১২/২০২৪খ্রিঃ তারিখ পুলিশ সুপার, পিবিআই, নারায়ণগঞ্জ জেলা বরাবর লিখিতভাবে অভিযোগ জানালে পিবিআই নারায়ণগঞ্জ জেলার জিডি নং-৮০, তারিখ-১০/১২/২০২৪খ্রি. মূলে বিষয়টি ডায়রীভুক্ত করা হয়।

পুলিশ সুপার, পিবিআই নারায়ণগঞ্জ জেলার দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত তথ্য উপাত্ত পর্যালোচনা করে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করাকালীন জানা যায় যে আসামি/আসামিরা অপহৃত ভিকটিমদ্বয়কে নিয়ে বরিশাল জেলার হিজলা থানাধীন ডিক্রিরচর সাকিনে অবস্থান করছে। ফতুল্লা থানার জিডি নং-৫৮৫, তারিখ-০৮/১২/২০২৪খ্রিঃ এবং পিবিআই নারায়ণগঞ্জ জেলার জিডি নং-৮০, তারিখ-১০/১২/২০২৪খ্রিঃ।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া পুলিশ পরিদর্শক(নিঃ) মো: হাবিবুর রহমান, এসআই(নিঃ) সৈয়দ দেলোয়ার হোসেন , এএসআই(নিঃ) মাহফুজুর রহমান, নায়েক /আরিফুল ইসলাম, কং/১২০৮ নাছিম, কং/১৫৫২ হীরা ইসলাম এর সমন্বয়ে একটি চৌকস আভিযানিক দল গত ১১/১২/২০২৪খ্রিঃ তারিখে বরিশাল জেলার হিজলা থানাধীন ডিক্রিরচর সাকিনে অভিযান পরিচালনা করে অপহৃত ভিকটিম-০১। নাঈম(০৭), ০২। নাবিল(০৩)’দ্বয়কে উদ্ধার করে।

ডিক্রিচর সাকিনে উক্ত অভিযানকালে পিবিআই নারায়ণগঞ্জ জেলার আভিযানিক দলর তৎপরতা ও উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা আসামিরা পালিয়ে যায়। ভিকটিমদ্বয়কে উদ্ধার করে আভিযানিক দল গত ১২ ডিসেম্বর  সকাল সাড়ে  ১১ টায়  পিবিআই, নারায়ণগঞ্জ জেলা অফিসে এসে হাজির হয়।

ভিকটিমদ্বয়ের নিকট প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, অজ্ঞাতনামা মহিলা এবং পুরুষ আসামিরা ফতুল্লা থানাধীন লামাপাড়া খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম থেকে খেলাধুলা করার সময় কৌশলে ভিকটিমদ্বয়কে অপহরণ করে নিয়ে যায় এবং মুক্তিপণ দাবি করে।

ভিকটিমদ্বয় অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদেরকে উদ্ধার পূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের নিমিত্তে অদ্য বিকাল ০৪:০০ ঘটিকায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালতের নির্দেশ মোতাবেক নারায়ণগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার জনাব নূর ফারজানা উদ্ধারকৃত ভিকটিম-০১।

নাঈম(০৭), ০২। নাবিল(০৩) দেরকে তার পিতা- আঃ কাদির সাং- পশ্চিম লামাপাড়া (স্টেদিয়াম সংলগ্ন), থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ, মোবাইল নম্বর-০১৭০৪৪৫০৮১০ এর জিম্মায় প্রদান করেন। উক্ত বিষয়ে ফতুল্লা থানায় নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *