টুকেরগাঁও আদর্শ ক্লাব প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সিরাজ কোম্পানী ক্রিকেট দল

Uncategorized ক্রিকেট খেলাধুলা গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ সিলেট

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:  সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরগাঁও আদর্শ ক্লাব প্রিমিয়ার ক্রিকেট লিগের ৭ম আসরের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সিরাজ কোম্পানী ক্রিকেট দল। শনিবার (১৪ ডিসেম্বর) অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা জহিরুল একাডেমিকে ৬ উইকেট ও ১৪ বল হাতে রেখে পরাজিত করে।


বিজ্ঞাপন

ফাইনাল খেলায় জহিরুল একাডেমির অধিনায়ক হুমায়ুন রশিদ হুমন টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন। নির্ধারীত ১৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৮ রান করতে সক্ষম হয়। জবাব দিতে নেমে সিরাজ কোম্পানির ব্যাটসম্যানরা মারমুখী ভঙ্গিতে খেলে ২ ওভার ২ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায়।


বিজ্ঞাপন

ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ফাইনাল হয়েছেন সিরাজ কোম্পানি ক্রিকেট দলের নাজমুল আজম টিপু। তিনি ৩৩ বলে ৫৯ রান করেন। পুরো লিগে বল ব্যাটে ভালো খেলায় সিরাজ কোম্পানি ক্রিকেট দলের অধিনায়ক আব্দুল করিম ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হোন। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন মাসুদ রানা ও মাইনুল ইসলাম।

ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, টুকের গাঁও আদর্শ ক্লাবের সভাপতি মোঃ রাইসুল ইসলাম রাজন, সাবেক সভাপতি মোঃ রাসেল আহমেদ, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন বাবুল, সাংবাদিক আব্দুল জলিল, টুকের গাঁও আদর্শ ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন,

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,সহ সাধারন সম্পাদক মোঃ আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পদক মোঃ জুয়েল আহমেদ , শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আহসান হাবীব বাবু, কোষাধ্যক্ষ মোঃ আশিক মিয়া, প্রচার সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন সুহেল, সদস্য মোঃ ওবায়দুল ইসলাম, কামাল হোসেন, মোঃ খোরশেদ আলম,মাইনুদ্দীন, বুরহান উদ্দিন,সিরাজ কোম্পানি ক্রিকেট দলের টিম ম্যানেজার হৃদয় আহমেদ ও সাগর রানা প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *