মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল শেখহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। গত (৫ ই আগস্ট) আওয়ামী-লীগ সরকারের পতনের পর আওয়ামী-লীগ মনোনীত চেয়ারম্যান গোলক বিশ্বাসের গা ঢাকা দেওয়ার কারনে কার্যত অকার্যকর হয়ে পড়েছে ইউনিয়ন পরিষদ। কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী।
নাগরিক সনদ,ওয়ারেশ কায়েম সনদসহ ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট সেবা পেতে ভোগান্তির স্বীকার হচ্ছে এই এলাকার মানুষ। ২০২১ সালে গোলক বিশ্বাস আওয়ামী-লীগ থেকে মনোনয়ন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউপি সদস্য এরশাদ আলীকে ২ নং প্যানেল চেয়ারম্যান করে ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যদের তালিকা জমা দেন। কোন কারনে চেয়ারম্যান অনুপস্থিত থাকলে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালনের বিধান রয়েছে তবে প্রশাসন থেকেও দেওয়া হয়নি কোন প্রশাসক নিয়োগ। এদিকে, ১নং প্যানেল চেয়ারম্যান পরেশ বিশ্বাস ২নং প্যানেল চেয়ারম্যান এরশাদ আলীকে ১নং প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে লিখিত ভাবে কাগজপত্র জমা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। এ বিষয়ে ১নং প্যানেল চেয়ারম্যান এরশাদ আলী জানান,চেয়ারম্যানের অনুপস্থিতিতে আমরা কোন কাজ করতে পারছিনা,১নং প্যানেল চেয়ারম্যান পরেশ বিশ্বাস আমাকে ১ নং প্যানেল চেয়ারম্যান হিসাবে লিখিত কাগজপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দিয়েছেন।
তবে উপজেলা থেকে আমাকে লিখিত ভাবে কিছুই জানাই নি। দ্রুত সময়ের মধ্যে প্রশাসক অথবা ১ নং প্যানেল চেয়ারম্যান হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হলে ইউনিয়নের জনসাধারণের জন্য কাজ করা সম্ভব হবে এবং ইউনিয়ন বাসি তাদের কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হতো না,ইউনিয়ন বাসি তাদের সঠিক সেবা পাবেন। ইউনিয়ন পরিষদের কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহনের জোর দাবী জানিয়েছে এলাকাবাসী।