সফিকুল ইসলাম (পাটগ্রাম) : গতকাল শনিবার ১৪ ডিসেম্বর সকাল ৬ টার সময় লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলাধীন বুড়িমারী স্থলবন্দরের দায়িত্বে নিয়োজিত ৬১ বিজিবি তিস্তা-২ ব্যাটালিয়নের বুড়িমারী বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ আবুল কাশেম এর নেতৃত্বে দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৪২/১ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বুড়িমারী আইসিপিতে ভারতীয় মালামাল সহ ভারতীয় ট্রাক ও ট্রাক ড্রাইভার আটক করা হয়।
আটককৃত দ্রব্য সামগ্রী মদ ০১ বোতল,স্ক্রীন শাহীন ক্রীম- ৩৯০ পিচ,শীসা তেল ১৬ পিচ,পোকো মোবাইল ০১ টি,ভারতীয় সীম ০১ টি,ভারতীয় মুদ্রা ১১৯০ রুপি, সৌদি মুদ্রা ০৫ রিয়াল। আটককৃত দ্রব্য সামগ্রী সর্বমোট সিজার মূল্যঃ ১,৪৫,২৩৫ টাকা হবে বলে বিজিবি সূত্রে জানা যায়।
আটককৃত ব্যক্তির নাম ও ঠিকানা যথাক্রমে, মোঃ ফিরোজ রহমান (৩৫), পিতাঃ মৃতঃ ইয়াকুব রহমান,গ্রামঃ ১৫৪ নগর চ্যাংড়াবান্ধা, পোস্টঃ চ্যাংড়াবান্ধা, থানাঃ চ্যাংড়াবান্ধা,জেলাঃ কুচবিহার, বিশ্বস্ত সূত্রে জানা যায়। আটকৃত আসামিকে মালামাল সহ পাটগ্রাম থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
এ বিষয়ে বিজিবি র কাছে জানতে চাইলে তিনি জানান পাটগ্রাম থানায় হস্তান্তর কার্যক্রম চলমান রয়েছে বলে আমাদেরকে জানান।