বাগেরহাটের শরণখোলায় মহান বিজয় দিবস উদযাপিত

Uncategorized ইতিহাস ঐতিহ্য খুলনা গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ

নইন আবু নাঈম তালুকদার, (বাগেরহাট) :  যথাযোগ্য মর্যাদায় বাগেরহাটের শরণখোলায় বিজয় দিবস উদযাপিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে আটটায় উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী কর্মকর্তা রায়েন্দা কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বীর মুক্তিযোদ্ধা, শরণখোলা থানা পুলিশ, ফায়ার সার্ভিস, শরণখোলা উপজেলা প্রেসক্লাব, শরণখোলা সরকারি কলেজ রায়েন্দা সরকারী পাইলট হাই স্কুল, আর কেডিএস বালিকা বিদ্যালয়, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক ও অঙ্গ সংগঠন শহীদদের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।


বিজ্ঞাপন

পরে শহীদ মিনারের সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন করেন বিজয় দিবস উদযাপন পরিষদের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ। এ সময় সহস্রাধিক জনতা জাতীয় সংগীত পরিবেশন করেন। পরে বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সহ উপহার ও খাবার বিতরণ করা হয়। এছাড়া বিজয় দিবস উপলক্ষে রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল মাঠে একদিনের মেলার আয়োজন করা হয়েছে।


বিজ্ঞাপন

এছাড়া উপজেলার তাফালবাড়ি স্কুল এন্ড কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলাদা আলাদা ভাবে বিজয় দিবস উদযাপন করা হয়েছে বলে জানা গেছে।

এছাড়া বিকালে উপজেলা বিএনপির আয়োজনে আল আরাফাহ ইসলামী ব্যাংকের নিচতলায় কমিউিনিটি সেন্টারে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও কম্বল বিতরণ করেন প্রদান অতিথি বাগেরহাট জেলা বিএনপির সদস্য ও বাগেরহার ৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *