মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয়

নিজস্ব প্রতিবেদক : স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২০ উপলক্ষে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস ছড়িয়ে দেব সবার অন্তরে শীর্ষক আলোচনা সভা, কবি ও কথা সাহিত্যিক জাহানারা তোফায়েল এর শিশুতোষ গ্রন্থ ‘ভূতের রাজ্যে একদিন’ এর মোড়ক উন্মোচন, গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষাসৈনিক ও বীরমুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব কথাসাহিত্যিক মো. মঈনুদ্দিন কাজল, একুশে পদকপ্রাপ্ত কবি সাহিত্যিক ও সাংবাদিক নাজমুন নেসা পিয়ারি, সাবেক জাতীয় ফুটবল খেলোয়ার বীরমুক্তিযোদ্ধা মিনহাজ উদ্দিন আহমেদ, বিশিষ্ট আইনজীবি লেখক ও গবেষক বীরমুক্তিযোদ্ধা পিএস চক্রবর্তী পার্থ, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির মহাসচিব মো. দেলোয়ার হোসেন কুসুম, বিশিষ্ট রাজনীতিবিদ মো. মনিরুল আলম এবং সাবেক ছাত্রনেতা রমিজ উদ্দিন রুমি। আলোচনায় অংশগ্রহণ করেন বীরমুক্তিযোদ্ধা মো. আবু তাহের সরকার, বীরমুক্তিযোদ্ধা মো. শামসুল আলম, কৃষিবিদ অধ্যক্ষ মো. রোস্তম আলী, বিশিষ্ট সাংবাদিক কাজী ফখরুল ইসলাম, সমাজসেবী সুলতান আরা বেগম শিল্পী, পিইও এর নির্বাহী পরিচালক মো. জাকির হোসেন, এরিয়া এর নির্বাহী পরিচালক মো. সাইফুদ্দিন এবং কবি ও সাংবাদিক মো. সাহিদুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি লায়ন এ্যাড. মো. রবিউল হোসেন রবি। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ রাজু। সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা কবি ও শিক্ষাবিদ রোটারিয়ান নাসিমা বানু। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী ওস্তাদ সৈয়দ মোতালেব, কণ্ঠশিল্পী জেবি ঝর্ণা, কণ্ঠশিল্পী মেরী রহমান, কণ্ঠশিল্পী শান্তা বিশ্বাস, কণ্ঠশিল্পী দিলরুবা নাসরিন এবং বাউল শান্তা।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *