ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৪ পালন করা হয়েছে। আজ সোমবার (১৬ডিসেম্বর) সূর্যোদয়ের পূর্বে উপজেলার মধ্য বিএস ডাংগী স্বাধীনতা ভাস্কর্য চত্বরে ৩১বার তোপধবনির মাধ্যমে দিনটি শুভ সূচনা করা হয়।
সকাল ৯টায় উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল বিন করিমের নেতৃত্বে স্বাধীনতা ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, উপজেলা প্রশাসন ও চরভদ্রাসন থানা পুলিশ। এরপর একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, সাংবাদিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল ও সহযোগী সংগঠন, উপজেলা ফায়ার সার্ভিস।
সকাল ১০টায় চরভদ্রাসন উপজেলা পরিষদের সামনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে বিজয় মেলা ২০২৪ এর বিভিন্ন স্টল পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফয়সাল বিন করিম এসিল্যান্ড নিশাদ ফারাবী থানা অফিসার ইনচার্জ আব্দুল গাফফার, পরে উপজেলা পরিষদের হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনার প্রদান করা হয়।