তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ : ছদ্মবেশে দুদকের অনুসন্ধানী অভিযান 

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  :  তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের বিষয়ে আজ  মঙ্গলবার ১৭ ডিসেম্বর পৃথক  দুটি  এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। ছদ্মবেশে অভিযান পরিচালনা কালে  দলিল সার্চ, যাচাই ও নকল উত্তোলনে ঘুস গ্রহণের সত্যতা পাওয়া যায়। টিম কর্তৃক দুইজন নকলনবিশ এবং একজন দালালকে অতিরিক্ত অর্থসহ আটক করে জেলা রেজিস্ট্রার এর নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সোপর্দ করা হয়। অভিযানকালে উক্ত অফিসে দৃশ্যমান কোনো সিটিজেন চার্টার পাওয়া যায়নি। দলিল প্রতি নকল বাবদ সেবা ও সার্চিং সেবা বাবদ সংগৃহীত ফি ও ট্রেজারী চালানে প্রেরিত টাকার বিষয়ে অসঙ্গতি রয়েছে মর্মে টিমের নিকট প্রতীয়মান হয়।


বিজ্ঞাপন

এছাড়াও রেকর্ডরুমের মত সংরক্ষিত স্থানে এখতিয়ার বহির্ভূত ব্যক্তিদের প্রবেশাধিকার ও দৈনিক হাজিরা ভিত্তিতে নিয়োগকৃতদের মাধ্যমে দলিল যাচাই করা হয় মর্মে টিমের নিকট পরিলক্ষিত হয়েছে।


বিজ্ঞাপন

সেবা গ্রহণেচ্ছু গ্রাহকদের বক্তব্য অনুযায়ী উক্ত অফিসে নানাবিধ হয়রানি ও বিভিন্ন পর্যায়ে সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ দাবির সত্যতা পাওয়া যায়। অভিযানকালে প্রাপ্ত তথ্যাবলির প্রেক্ষিতে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

অপরদিকে  তেজগাঁও ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে ভূমি সেবা প্রদানে গ্রাহক হয়রানির অভিযোগের প্রেক্ষিতে আজ মঙ্গলবার ১৭ ডিসেম্বর,  দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা হতে আজ অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টিম ছদ্মবেশে উক্ত অফিসের সার্বিক সেবাদান পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

পরবর্তীতে সেবাপ্রার্থীদের নিকট হতে তথ্য সংগ্রহ করা হয়। এছাড়াও গত জানুয়ারি মাসে জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত অভিযানে গ্রেফতারকৃত ৬ জন দালালের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়েরকৃত মামলার তথ্য সংগ্রহ করে দুদক টিম। অভিযানে প্রাপ্ত তথ্যাবলি পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *