পিবিআই এর বিশেষ পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এর বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Uncategorized জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  : আজ  বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর, সকাল ১১  টায় পিবিআই এর বিশেষ পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ)  কাজী আখতার উল আলম এর বদলী জনিত বিদায় অনুষ্ঠান পিবিআই হেডকোয়ার্টার্সে অনাড়ম্বরপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কর্মকর্তাকে বিদায়ী শুভেচ্ছা জানান পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) জনাব মোঃ মোস্তফা কামালসহ ঢাকাস্থ পিবিআই এ কর্মরত কমকর্তা ও সদস্যগণ।


বিজ্ঞাপন

বিদায় অনুষ্ঠানে পিবিআই প্রধান বলেন, পিবিআিইকে বর্তমান অবস্থায় নিয়ে আসার পেছনে যাদের অবদান অনস্বীকার্য তাদের মধ্যে অন্যতম হচ্ছেন কাজী আখতার উল আলম। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন এবং পরবর্তী সময়ে পিবিআই এর স্থাপনা ও ব্যক্তি নিরাপত্তা এবং উন্নয়নে গুরুত্বর্পূণ ভূমিকা পালন করেন।


বিজ্ঞাপন

পিবিআই প্রধান আরো বলেন, তিনি পিবিআই এর বিশেষ পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হিসাবে যে সফলতা দেখিয়েছেন তা ভুলবার নয়। তিনি ময়মনসিংহ জেলার পুলিশ সুপার হিসেবে বিদায়ী অতিথির সফলতা এবং পারিবারিক কল্যাণ কামনা করেন।

ডিআইজি (পূর্বাঞ্চল) জনাব সায়েদুর রহমান বলেন বিদায়ী অতিথি আপাদমস্তক একজন পেশাদার ও দক্ষ পুলিশ অফিসার। পিবিআই এর সকল ইউনিটের কল্যাণ এবং দেখভাল করা ও সমন্বয়ের অসাধারণ দক্ষতা তার ছিল।

ডিআইজি (পশ্চিমাঞ্চল) জনাব সুজায়েত ইসলাম বলেন, বিদারী অতিথি পিবিআই এর সকল স্তরের কমকর্তা ও সদস্যদের চাহিদা সাধ্যের মধ্যে দ্রুততম সময়ে পূরণ করার চেষ্ঠা করেছেন। তার ব্যবহারে সবাই মুগ্ধ ও সস্তুষ্ট।

বিদায় অতিথি জনাব কাজী আখতার উল আলম বলেন, পিবিআইতে আমার যতটুকু সফলতা আছে তার সাথে জড়িত আছে পিবিআই এর প্রধান জনাব মোঃ মোস্তফা কামাল অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে), ডিআইজি  আহসান হাবিব পলাশ, জনাব সায়েদুর রহমান মহোদয়গনসহ পিবিআই এর ঊর্ধ্বতন কমকর্তা বৃন্দ। সহযোগিতা করেছেন সকলেই । আমি পিবিআই এর স্মৃতি ধরে রাখব। সুযোগ পেলে পিবিআইতে আবার ফিরতে চাই।

অনুষ্ঠানে পিবিআই হেডকোয়ার্টার্সের কনস্টেবল থেকে শুরু করে সকল পদমর্যাদার অফিসার ফোর্স তাদের অনুভূতি ব্যক্ত করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *