লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ শুভ উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য পাটগ্রামের মাটি ও মানুষের নেতা ধানের শীষের মনোনীত প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
পাটগ্রাম পৌর বিএনপি উপজেলা শাখার আয়োজনে শনিবার ২১ ডিসেম্বর, বিকেল ৩টায় পাটগ্রাম সাহেব ডাঙা মিনি স্টেডিয়ামে বর্ণিল সাজে ও জমকালো আয়োজনের মাধ্যমে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। খেলায় এত টিম অংশগ্রহণ করেন।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ঠাকুরগাঁও রাণী শংকৈল ফুটবল একাডেমি বনাম বীনাপানি যুব সংঘ, পাটগ্রাম অনুষ্ঠিত হয়। এ খেলায় বীনাপানি যুব সংঘ,পাটগ্রাম ১-০ ব্যবধানে ঠাকুরগাঁও রাণী শংকৈল ফুটবল একাডেমিকে পরাজিত করে। ম্যাচটি পরিচালনা করেন সাইদুজ্জামান বাবু, ফিরোজ ও পলাশ।
শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আহবায়ক ও পাটগ্রাম পৌর বিএনপির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, জেলা বিএনপি উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ্ প্রধান, উপজেলা বিএনপি আহবায়ক আলহাজ্ব আব্দুল করিম প্রধান, সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব সফিকার রহমান, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফিজুল হক প্রধান, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক ওলাউর রহমান সোহেল, পৌর বিএনপি সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর কবির শামীম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।