থার্মাল স্ক্যানার বসছে শাহ আমানত বিমানবন্দরে

চট্টগ্রাম জাতীয়

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে থার্মাল স্ক্যানার মেশিন বসানোর কাজ শুরু হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে এই স্ক্যানারের মধ্য দিয়ে যাত্রীদের বের করা হবে।
বিমানবন্দরের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা মো. শরীফ গণমাধ্যমকে বলেন, থার্মাল স্ক্যানার দুপুরে চলে এসেছে। এটি বসানোর কাজ চলছে। জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী বলেন, প্রথমে চট্টগ্রাম বিমানবন্দর ও সমুদ্রবন্দরের জন্য দুটি স্ক্যানার দেয়ার কথা ছিল। কিন্তু সমুদ্রবন্দরেরটি পরে দেয়া হবে বলে জানানো হয়েছে। আগে বিমানবন্দরকে প্রাধান্য দেয়া হচ্ছে। এর ফলে করোনার লক্ষণ আছে, এ রকম যাত্রী শনাক্ত সহজ হবে।
এদিকে মঙ্গলবার সকাল ৯টায় চট্টগ্রামের সরকারি হাসপাতালের পরিচালকদের নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় করোনা মোকাবিলায় চট্টগ্রামের সরকারি হাসপাতালগুলোর আইসোলেশন ইউনিটের ক্ষমতা বাড়ানো, আউটডোর রোগীদের জন্য আলাদা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত হয় বলে জানান সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *