মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে পাখি সংরক্ষণে করণীয় ও পাখি শিকারের শাস্তির বিধান অবহিতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার পানিপাড়া অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলামের সভাপতিত্বে ও অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক ইরফান আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন,নড়াইলের সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) কিশোর রায়।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সাবেক সদস্য অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের চেয়ারম্যান খবির উদ্দিন আহমেদ,ম্যানেজার মুনিব খন্দকার,ড. মোসা.তাহমিনা বেগম,নড়াইল জজকোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. তারিকুজ্জামান লিটু,অ্যাডভোকেট মো. আজিজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবে ২০০৪ সাল থেকে প্রতি বছর শীত মৌসুমে হাজার হাজার পরিযায়ী পাখি আসে। কিন্তু সম্প্রতি বছরগুলোতে অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের আশপাশে অবাধে বন্দুকসহ বিভিন্ন কৌশলে পাখি শিকার করা হচ্ছে। ফলে দিন দিন এখানে পাখির সংখ্যা কমে যাচ্ছে। দেশের প্রচলিত আইনে পাখি শিকার বন্ধে সুনির্দিষ্ট আইন থাকলেও সেটির তোয়াক্কা করছে না পাখি শিকারি’রা। এসময় দ্রুত পাখি শিকার বন্ধে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।