দুদক এনফোর্সমেন্ট ইউনিট কর্তৃক দেশের চার জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতি বিরোধী অভিযান

Uncategorized খুলনা চট্টগ্রাম জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন ময়মনসিংহ সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  :  ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিস্কুট ক্রয়ের ভুয়া ভাউচার তৈরিপূর্বক ক্রয়ের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয় হতে আজ (২২-১২-২০২৪ খ্রি.) একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দুদক টিম সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করেন। রেকর্ডপত্রের প্রাথমিক পর্যালোচনায়, সাবেক মেয়রের একান্ত সচিবের বিদায় অনুষ্ঠানে ইমপ্রেস্ট মানি ফান্ড হতে ১ লক্ষ টাকা ব্যয়, প্রধান নির্বাহী কর্মকর্তার দপ্তরে অত্যধিক মূল্যে ৩৬০০ টাকা কেজির বিস্কুট এবং ৩১৫০ টাকা কেজির কাজুবাদাম ক্রয় সংক্রান্ত তথ্য পাওয়া যায়। সার্বিক পর্যালোচনায় উক্ত অভিযোগের প্রাথমিক সত্যতা রয়েছে মর্মে টিমের নিকট প্রতীয়মান হয়েছে। এনফোর্সমেন্ট টিম সংগৃহীত সকল রেকর্ডপত্র যাচাইপূর্বক কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।


বিজ্ঞাপন

খুলনা :  ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. (ওজোপাডিকো)’র প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, খুলনা হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিগত বছরগুলোতে ওজোপাডিকোতে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের রেকর্ডপত্র/ তথ্যাদি পর্যালোচনায় ওজোপাডিকো সাবমেরিন ক্যাবলের মাধ্যমে জাতীয় পাওয়ার গ্রিড থেকে বিদ্যুৎ না কিনে অধিক মূল্যে Western Renewable Energy Pvt. Ltd. হতে বিদ্যুৎ ক্রয় করছে মর্মে টিমের নিকট প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র পূর্ণাঙ্গরূপে যাচাইপূর্বক টিম কর্তৃক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।


বিজ্ঞাপন

ময়মনসিংহ :  ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় কাজ না করে ২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক উন্নয়ন প্রকল্প (এডিপি’র) ০৮ টি প্রকল্পের ৭৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহ হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দুদক টিম প্রকল্পসংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূ্হ সরেজমিনে পরিদর্শনপূর্বক সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গকে জিজ্ঞাসাবাদ করে এবং যথাযথ টেন্ডার প্রক্রিয়া অনুসরণপূর্বক ঠিকাদার নিয়োগের মাধ্যমে প্রকল্পের কাজ পরিচালিত হয়েছে কি-না; তা খতিয়ে দেখে। জিজ্ঞাসাবাদে অধিকাংশ প্রকল্পের কাজ না হওয়ার বিষয়টি ভুক্তভোগীরা দুদক টিমকে জানান। মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাত হওয়ার অভিযোগ জানিয়ে ভুক্তভোগীরা অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেন এবং অনিয়মের যথাযথ তদন্ত দাবী জানান। স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (LGED), ফুলবাড়িয়া, ময়মনসিংহ হতে প্রকল্প সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহপূর্বক তাৎক্ষণিক পর্যালোচনা এবং সরেজমিন পরিদর্শনে অভিযোগের বিষয়ে প্রাথমিক সত্যতা পায় দুদক টিম। অভিযোগ সংশ্লিষ্ট প্রকল্পসমূহের প্রস্তাবনা, প্রাক্কলন, বাস্তবায়ন প্রতিবেদন, বিল অনুমোদন ইত্যাদি সংশ্লিষ্ট সকল রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।

কক্সবাজার :  কক্সবাজার উত্তর বন বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুদক জেলা কার্যালয়, কক্সবাজার হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুদক টিম সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করেন। অভিযানকালে সরেজমিন পরিদর্শনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এনফোর্সমেন্ট টিম অভিযোগ সংশ্লিষ্ট সকল রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *