ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী ০২ জন’কে গ্রেফতার করেছে র্যাব-১০ সিপিসি ৩, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।।
র্যাব জানায়, রবিবার বিকাল চারটার দিকে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন রাজবাড়ী এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমান অবৈধ মাদক মজুদ করে রেখেছে।
সংবাদ পাবার পর র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের উল্লেখিত এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ১,৭০,০০০ (এক লক্ষ সত্তর হাজার) টাকা মূল্যমানের পাঁচ কেজি সাতশত গ্রাম গাঁজাসহ ২ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীদের কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন মাগুরা সদরের মৃত: শফিরুদ্দিনের ছেলে মো:ফিরোজ মোল্যা (২৩) ও মো: খবির বিশ্বাসের ছেলে মো:ফরিদ হোসেন (২২) তারা উভয়ে মাগুরা সদরের বলে জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ পন্থায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।