সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলাজুড়ে বয়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। এ শৈত্যপ্রবাহের কিছুটা হলেও লাঘবে উষ্ণতার পরশ কম্বল নিয়ে গভীর রাতে ছুটে চলেছেন উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পাল।
গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর রাতে ) উপজেলার পিংনা ইউনিয়নের আমতলা মোড়, আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ ঘাট মোড় ও সরিষাবাড়ী পৌরসভার আরামনগর বাজার এলাকায় ভবঘুরে, হাট বাজার ও মোড়ে নৈশ্য প্রহরী সহ হতদরিদ্র দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করেন তিনি।এ শীতবস্ত্র পেয়ে খুশী শীতার্ত মানুষেরা।
উপজেলায় শীতবস্ত্র বরাদ্দ রয়েছে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুন কৃষ্ণ পাল জানান, কোন অসহায় দরিদ্র মানুষ যেন শীতে কোন কষ্ট না পায় সেজন্য সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীদেরও হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।