ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা  গাজীরটেকে গাছ কাঁটাকে কেন্দ্র করে  বিরধে গৃহবধূকে অমানবিক নির্যাতন ওশীলতাহানী

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ

ফরিদপুর প্রতিনিধি :  ফরিদপুর জেলার  চরভদ্রাসন উপজেলার চরভদ্রাসন উপজেলা  গাজীরটেকে গাছ কাঁটাকে কেন্দ্র করে  বিরধে গৃহবধূকে অমানবিক নির্যাতন ওশীলতাহানীর ঘটনা ঘটেছে  গাজিরটেকের  চরঅযোধ্যা মইমইজুদ্দিন  মোললার ডাংগী গ্রামের গৃহ বধু সুফিয়া বেগমে(৪০)এর উপর অমানুষিক নির্যাতন  করেছে।একই গ্রামের ধোনাউল্লাহ উলার ছেলে শেখ মুরাদ (৩৫)ও তার স্ত্রী আঙ্গুরী  বেগম (২৫)শেখ সোনা উল্লার ছেলে শেখ রূপাই(২৮)।


বিজ্ঞাপন

জানা গেছে, গাজীরটেকের চরঅযোধ্যা মইজ উদ্দিন মোল্লা ডাংগী গ্রামের শেখ বদরুদ্দিনের স্ত্রী সুফিয়া বেগম  (৪০)এর বাড়ির সীমানার মেহগনি গাছের ডালের অংশ বিশেষ প্রতিবেশী শেখ ধোনাউল্লার  অংশে বেঁকে   যাওয়া সেই গাছের ঝুঁকিপূর্ণ অংশ কাটতে গেলে বাধা দেয়।


বিজ্ঞাপন

পূর্বভাবশালীরা দাম্ভিকতায় আইনআদালত তোয়াক্কা না করেই জমির  জবর দখল নেয়ার চেষ্টা করে এবং সুফিয়া বেগমকে শারীরিকভাবে মারধর ও  নির্যাতন করে ।

এতে সুফিয়া বেগম বাধা দিলে মধ্যযুগী পর্যায়ে ও অমানসিক ভাবে শারীরিক ভাবে লাঞ্ছিত করে হেনস্তা করে। এ ঘটনায় সুফিয়া বেগম বাদী হয়ে চরভদ্রাসন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটন স্পট এসআই ওয়াসেক   তদন্ত করেছে।

এ ঘটনায় বিএনপি’র সাধারণ সম্পাদক কুদ্দুস আলী  চরভদ্রাসন উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে সুফিয়া বেগম কে দেখতে যান। এ সময় বিভিন্ন মিডিয়ার কর্মীদের সামনে বিএনপির দুর্দিনের কান্ডারী  মাঠ কাঁপানো বিএনপি নেতাওউপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  কুদ্দুস আলী বলেন,সুফিয়া বেগম কে যে অমানবিক ভাবে নির্যাতন করছে এ ঘটনায় তীব্র নিন্দা জানাইএবং দোষী ব্যক্তিদের আইনি আওতায় আনার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান।

সুশীল সমাজ এ ঘটনা কে অমানবিক বলে অভিব্যক্ত করেছেন।দোষী  ব্যক্তিদের আইনের আওতায়া এনে আইননানুগ  প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোড় দাবি জানাচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *