শামীম আহমেদ শামস : রাজধানীর ডেমরা থানাধীন কোনাপাড়া পুলিশ ফাঁড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে একজনকে জাল টাকা সহ আটক করেছে পুলিশ। ধৃত ব্যক্তির নাম মোঃ দ্বীন ইসলাম@ লালন।
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বড়কান্দি গ্রামের মৃত শাহজাহান মিয়ার পুত্র দ্বীন ইসলাম ওরফে লালন ডেমরা থানার বড় ভাঙ্গা মহাকাশ রোড এলাকার আলাউদ্দিন মিস্টার এর বাড়ির ভাড়াটিয়া।
গতকাল বুধবার ২৫ ডিসেম্বর দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডেমরা থানার এসআই মোঃ আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে ৩৮ হাজার টাকার পাঁচশত ও দুইশত টাকা মূল্যমানের জাল নোটসহ তাকে গ্রেফতার করে।
গ্রেফতার কৃত আসামির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ক মোতাবেক মামলার রুজু হয়।