মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে একতার বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে হতদরিদ্র অসহায় শীতার্থদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতারণ করা হয়েছে। (২৭ ডিসেম্বার) শুক্রবার সকালে নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের ভদ্রবিলা বাজারে অলাভজনক ও অরাজনৈতিক একতার বন্ধন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের আয়োজনে ভদ্রবিলা ইউনিয়নের পোলই ডাঙ্গা ও মহারাগ গ্রামের শত শত অসহায় হতদরিদ্র শীতার্থদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতান করেন, একতার বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য বৃন্দ।
কম্বল বিতারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং কম্বল বিতারণ করেন,সমাজ সেবক বাবুল মোল্যা,ইউপি সদস্য রেজাউল শেখ,ভদ্রবিলা বনিক সমিতির সভাপতি ফসিয়ার রহমান,সাধারণ সম্পাদক আহসান হাবীব,সমাজ সেবক কাজি রকিব হোসেন সেন্টুসহ গণ্যমান্য বেক্তিবর্গ। এসময় অসহায় হতদরিদ্র শীতার্থ মানুষ শীত বস্ত্র কোম্বল পেয়ে আনন্দীত হয়ে বলেন,আমরা অসহায় মানুষ আমাদের এই শিতের মধ্যে কেউ কিছু দেই নি,এই ছেলেরা এই শিতের মধ্যে আমাদের বাড়ি থেকে ডেকে এনে শিতের কম্বল দিয়েছে। আমরা এই ছেলেদের জন্য দোয়া করি বলেও জানান,অসহায় পরিবার।