নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষ “অমিত্রাক্ষর”- এ মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে আজ রবিবার ২৯ ডিসেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর কর্তৃক যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষ “অমিত্রাক্ষর” – এ যশোর জেলার বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সুধীজন ও সাংবাদিকদের নিয়ে “মাদক অপব্যবহার প্রতিরোধে করণীয়” শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোন্দকার মোস্তাফিজুর রহমান, এনডিসি, মহাপরিচালক (গ্রেড-১), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আহসানুর রহমান, অতিরিক্ত পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, খুলনা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোঃ আসলাম হোসেন, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আজাহারুল ইসলাম, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, যশোর।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের কর্মকর্তা, সুধীজন ও সাংবাদিকগণ উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ে মতামত প্রদান করেন।