!! ফলোআপ !!  নওয়াপাড়ায় সাবেক কাউন্সিলর পলাশকে কুপিয়ে হত্যায় মামলায় ১ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

অভয়নগর (যশোর) প্রতিনিধি  :  যশোরের অভয়নগরে জিয়াউদ্দিন পলাশ (৪৯) নামে সাবেক পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতাকে অপহরণের পর পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় নিহতের স্ত্রী শারমিন নাহার বাদী হয়ে ছয়জনের নামে অভয়নগর থানায় মামলা দায়ের করেন। হত্যার সঙ্গে জড়িত প্রধান আসামি রইচ শিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।


বিজ্ঞাপন

নিহত জিয়াউদ্দিন পলাশ নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও একই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে ছিলেন। তিনি ৪নং ওয়ার্ডের নওয়াপাড়া গ্রামে মডেল কলেজ সংলগ্ন বিশিষ্ট শ্রমিক নেতা মৃত: ইব্রাহিম হোসেন সরদারের বড় ছেলে। এছাড়া নিহত জিয়াউদ্দিন পলাশ নওয়াপাড়া বাজারে সার ও কয়লা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।


বিজ্ঞাপন

মামলা সূত্রে জানা গেছে, নিহত জিয়াউদ্দিন পলাশের স্ত্রী শারমিন নাহার বাদী হয়ে নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের নওয়াপাড়া গ্রামের মৃত: ছিদ্দিক শিকদারের ছেলে রইচ শিকদার (৩২), একই গ্রামের সরদারপাড়ার মৃত: আনোয়ার হোসেনের ছেলে তুহিন (৪২), মডেল কলেজ রোড সংলগ্ন আক্কাস মোল্যার ছেলে রফিক (৫০), একই গ্রামের দক্ষিণপাড়ার ছিদ্দিক শেখের ছেলে রবিউল ইসলাম ওরফে রবি (৪১), একই পাড়ার কালা চাঁদের ছেলে তরিকুল ইসলাম (২৪) ও নওয়াপাড়া গ্রামের মৃত: সোহরাব হোসেনের ছেলে হান্নানের (৫০) নামে হত্যা মামলা দায়ের করেন।

পূর্ব শত্রুতার জেরে এজাহারনামীয় ৬ জন আসামি পরিকল্পিতভাবে তার স্বামীকে অপহরণের পর পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এছাড়া হত্যাকারীরা অপহরণের পর মুক্তিপন বাবদ নগদ ২০ হাজার টাকাও আদায় করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ব্যাপারে মামলার বাদী শারমিন নাহার বলেন, স্বামী হত্যার সঠিক বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য থানায় মামলা করেছি। হত্যাকান্ডের পর থেকে আমার দুই শিশু সন্তানসহ পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমাদুল করিম বলেন, সাবেক পৌর কাউন্সিলর জিয়াউদ্দিন পলাশ হত্যার ঘটনায় নিহতের স্ত্রী শারমিন নাহার বাদী হয়ে ৬ জনের নামে মামলা করেছেন। মামলা নং-১৭। তারিখ ২৯ ডিসেম্বর ২০২৪। প্রধান আসামি রইচ শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় পুলিশ হেফাজতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছে। অন্যান্য আসামী গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে শনিবার (২৮ ডিসেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার বেঙ্গল রেলগেট সংলগ্ন সাইদুর রহমান ঘাটের একটি পরিত্যক্ত ঘর থেকে জিয়াউদ্দিন পলাশের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে আত্মিয় স্বজন ও এলাকাবাসী। হত্যার সঙ্গে জড়িত থাকার দায়ে রইচ শিকদার (৩২) নামে স্থানীয় এক বিএনপি কর্মীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *