ঝিনাইদহ প্রতিনিধি : করোনাভাইরাসের আতঙ্ক কাজে লাগিয়ে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে মাস্ক বিক্রি এখন হরহামেশা ব্যাপার। এমনই অভিযোগে এবার ঝিনাইদহের শৈলকুপায় ৪ কাপড় ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে শৈলকুপা বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম।
ইউএনও জানান, গোপন সংবাদে তিনি জানতে পারেন শৈলকুপা বাজারে কিছু অসাধু ব্যবসায়ী করোনাভাইরাসের আতঙ্ক কাজে লাগিয়ে অধিক দামে মাস্ক বিক্রি করছে। বুধবার দুপুরে অভিযান চালিয়ে স্কুল মার্কেটের তিসা গার্মেন্টসকে ১০ হাজার, আলম গার্মেন্টসকে ৪০ হাজার, নোহা শাড়ীঘরকে ৩০ হাজার এবং আলিম গার্মেন্টসের মালিককে ১০ হাজার (মোট ৯০ হাজার) টাকা অর্থদণ্ড করা হয়।