নড়াইলে বছরের প্রথম সকালে নতুন বই পেয়ে খুশি কোমলমতি শিক্ষার্থীরা

Uncategorized অন্যান্য খুলনা গ্রাম বাংলার খবর জীবন-যাপন শিক্ষাঙ্গন

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
বছরের প্রথমদিনের সকালে নতুন বই পেয়ে খুশি কোমলমতি শিক্ষার্থীরা। সব শিক্ষার্থীরা বই হাতে না পেলেও প্রথম সকালে নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছাসিত তারা। অল্প কায়েকদিনের মধ্যেই বাকি বই পেয়ে যাবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক। মঙ্গলবার (১ জানুয়ারী) সকাল ১০টায় নড়াইল কালেক্টরেট স্কুলে বই বিতরন উৎসবের উদ্বোধন করেন,প্রধান অতিথি জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এছাড়াও তিনি নড়াইল সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়,নড়াইল শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ জেলার বিভিন্ন বিদ্যালয়ে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন। বই উৎসবে বক্তব্যে প্রধান অতিথি বলেন,‘নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা মনোযোগ সহকারে পড়াশোনা করবে। শিক্ষার্থীরা যাতে মোবাইল ফোনের প্রতি আসক্ত না হয় সেজন্য অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার ব্যবস্থা করতে হবে। এছাড়া তাদেরকে অভিভাবকরা সময় দিবেন। পড়াশোনায় মনোযোগী করতে কোনক্রমেই মোবাইল ফোন হাতে দেয়া যাবে না।পাঠ্যক্রমে কিছু পরিবর্তনের কারনে বছরের প্রথমদিনে সব বই হাতে না পেলেও দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীরা বই হাতে পাবে বলে তিনি জানান। নড়াইল কালেক্টরেট স্কুলে বই বিতরণ উৎসবে অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি) মোঃ আহসান মাহমুদ রাসেল,জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারি কমিশনার শ্রাবনী বিশ্বাস,সহকারি কমিশনার সঞ্জয় ঘোষ,নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক মোঃ উজির আলী প্রমুখ। এছাড়া অভিভাকক. শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *