নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কোতোয়ালি থানার বাবু বাজার ব্রীজ এলাকা থেকে দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির কোতোয়ালি থানা পুলিশ। গ্রেফতারকৃতরা যথাক্রমে, মোঃ আমির হোসেন (২৭) এবং মোঃ তহিদুল ইসলাম (মানিক) (৪৫)। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।
গত রবিবার (২৯ ডিসেম্বর, সন্ধ্যা সাড়ে ৬ টায় বাবুবাজার ব্রীজের নিচে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালি থানা সূত্র জানায়, গত রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের মাধ্যমে তথ্য পাওয়া যায়, বাবুবাজার ব্রীজের নিচে আকরামের চায়ের দোকানের সামনে কতিপয় দুষ্কৃতকারী ছিনতাইয়ের উদ্দেশে সমবেত হয়েছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করেন কোতোয়ালি থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আমির হোসেন ও তহিদুলকে ইসলামকে গ্রেফতার করে থানার টিমটি। গ্রেফতারের সময় তাদের দেহ তল্লাশী করে দুটি ধারালো চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সংক্রান্তে থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে কোতোয়ালি থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই করতো। বাবুবাজার এলাকায় ছিনতাইয়ের উদ্দেশে অবস্থান করছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে।
কোতোয়ালি থানার মামলায় গ্রেফতারকৃতদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।