ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসনে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১ জানুয়ারী, বুধবার চরভদ্রাসন সরকারি কলেজ ক্যাম্পাস থেকে শোভাযাত্রাটি বের হয়ে উপজেলা পরিষদ চত্বর ঘুরে আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালাউদ্দীন মোল্যার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এজিএম বাদল আমীন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আরমান আলী সরদার, ছাত্রদলের সাবেক সভাপতি আ. কাদের মোল্যা।
এ ছাড়াও হরিরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক খান, জিয়া শিশু-কিশোর সংগঠনের সভাপতি সাগর হোসেন, যুবদলের সাবেক আহ্বায়ক মোজাফ্ফর হোসেন, উপজেলা কৃষক দলের সহ-সভাপতি কামরুল হাসান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন, আজিজুল হক, আলামিন মোল্যা, সাকিব হোসেন প্রমুখ।