গণপিটুনির ভিডিও ধারণ করায় খুলনায় সাংবাদিকের উপরে হামলা,মোবাইল ছিনতাই

Uncategorized অনিয়ম-দুর্নীতি অন্যান্য অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জীবন-যাপন

খুলনা প্রতিনিধি:
দৈনিক বায়ান্ন পত্রিকার খুলনা ব্যুরো প্রধান ও খুলনা থেকে প্রকাশিত দৈনিক আমার একুশ পত্রিকার স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সদস্য জাফর ইকবাল অপুর ওপর একদল সন্ত্রাসী এ হামলা করে। খুলনা সদর থানায় অপুর দায়ের করা অভিযোগে জানা যায়, গত )৩০ ডিসেম্বর) সোমবার দুপুর দুইটার দিকে খুলনা কেসিসি মার্কেটের সামনে সাংবাদিক জাফর ইকবাল অপু দেখতে পান রাস্তায় একজন রিকশা আরোহীকে ২০/২৫ জন লোক মারধর করছে। এ সময় চুরি বা ছিনতাইর ঘটনা মনে করে তিনি ভিডিও ধারণ করেন। কিছু বুঝে ওঠার আগেই ৪/৫জন লোক এসে তার মোবাইল ফোন (Oppo A12) কেড়ে নিয়ে যায়। সেই সাথে তাকে বেদম মারপিট করে রক্তাক্ত জখম করে। সাংবাদিক পরিচয় দেওয়া সত্ত্বেও তারা মারপিট থামায়নি,মোবাইলও ফেরত দেয়নি।
এ বিষয়ে সদর থানার ওসি জানান,আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি,ঘটনার সত্যতা পাওয়া গেছে,তবে কাউকে চেনা যায়নি। মোবাইল ট্রাকিং করে দেখার চেষ্টা করছি।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *