নিজস্ব প্রতিবেদক (রংপুর) : আজ বৃহস্পতিবার ২ জানুয়ারী, বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় কার্যালয়ের আওতাধীন রংপুর ও নীলফামারী জেলার ৬টি অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়।
যে সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে সে সকল প্রতিষ্ঠানগুলো যথাক্রমে, মেসার্স এ এস বি ব্রিকস-৩, শেরমস্ত, খিয়ারজুম্মা বাজার, তারাগঞ্জ, রংপুর। পণ্য: ক্লে-ব্রিকস (ইট), ব্রান্ড: (এএসবি), মেসার্স এস এম বি, শেরমস্ত, খিয়ারজুম্মা, দোয়ালিপাড়া, তারাগঞ্জ, রংপুর। পণ্য: ক্লে-ব্রিকস (ইট), ব্রান্ড: (এসএমবি), মেসার্স ডি বি এল ব্রিকস, শেরমস্ত, খিয়ারজুম্মা, তারাগঞ্জ, রংপুর। পণ্য: ক্লে-ব্রিকস (ইট), ব্রান্ড: (ডিবিএল)
মেসার্স এ এস বি ব্রিকস-২, দলুয়া, কামারপুকুর, সৈয়দপুর, নীলফামারী। পণ্য: ক্লে-ব্রিকস (ইট), ব্রান্ড: (এএসবি)
মেসার্স বি পি এল ব্রিকস, দলুয়া, মুন্সিপাড়া, সৈয়দপুর, নীলফামারী । পণ্য: ক্লে-ব্রিকস (ইট), ব্রান্ড: (বিপিএল) এবং মেসার্স মামা চিপস, কালীতলা, বেতলাগাড়ী, সৈয়দপুর, নীলফামারী । পণ্য: চিপস।
জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় অফিসের কর্মকর্তারা।